
দামেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের দখলকৃত ইদলিব প্রদেশের একটি শহরে সোমবার রাতভর হেলিকপ্টার থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস ভর্তি কন্টেইনার ফেলা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার সিরিয়ান সিভিল ডিফেন্সের প্রধান রায়েদ সালেহ জানান, ক্লোরিন গ্যাসে আক্রান্ত ১৮ নারী এবং ১০ শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, মধ্যরাতের আগে হেলিকপ্টার থেকে ইদলিবের সারাকেব শহরে ৫ ব্যারেল ভর্তি ক্লোরিন গ্যাসের সিলিন্ডার এবং ধাতুর টুকরা ফেলা হয়।
রায়েদ সালেহ বলেন, ‘আমারা সন্দেহ করছি, এটা ক্লোরিন গ্যাস হতে পারে। এটার গন্ধ থেকে এবং মানুষের আহত হওয়ার ধরন থেকে এই ধারণা করা হচ্ছে। এর ফলে দম বন্ধ হয়ে আসা, চোখ জ্বলা এবং লাল হয়ে যাওয়া ইত্যাদি উৎসর্গ দেখা দেয়। সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
হোয়াইট হেলমেট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, লোকজন শ্বাস নেয়ার চেষ্টা করছেন এবং উদ্ধারকর্মীরা তাদের দিকে অক্সিজেন মাস্ক এগিয়ে দিচ্ছেন।
এদিকে অ্যাক্টিভিস্টরা জানান, সারাকেবে ক্লোরিন হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মে মাসেও ক্লোরিন গ্যাস ফেলা হয়েছিল।
গত সোমবার এই এলাকার কাছেই রুশ সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে বিদ্রোহীরা। অবশ্য সিরিয় সরকার এবং রুশ কর্তৃপক্ষ ক্লোরিন গ্যাস ফেলার ব্যাপারে কোন মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি