
আংকারা: তুরস্ক এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমানের সহায়তায় তুর্কি ট্যাংক ইউনিট সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে। সিরিয়ার সীমান্তবর্তী শহর জারাব্লুজ থেকে জঙ্গিগোষ্ঠী আইএসকে নির্মূল করার অভিপ্রায়ে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়া।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বুধবার সকালে তুরস্কের বিশেষ বাহিনী সিরিয়া সীমান্ত অতিক্রম করে জারাব্লুজ শহরে প্রবেশ করে। এই অভিযানের লক্ষ্য তুর্কি সীমান্ত সন্ত্রাসী মুক্ত করা, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করা এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা দেয়া।
তুরস্কের মিডিয়া জানায়, বুধবার সকালের দিকে যুদ্ধবিমানের পাশাপাশি কামান এবং রকেট থেকেও গোলাবর্ষণ করা হয়। এরপর দুপুরের দিকে সাঁজোয়া যানসহ তুর্কি স্থলবাহিনী সিরিয়ার প্রবেশ করে।
একই দিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রাজধানী আংকারায় এক বক্তৃতায় জানান, উত্তর সিরিয়ায় আইএস এবং সিরিয়ার কুর্দি যোদ্ধাদের টার্গেট করে এই অভিযানের পরিচালনা করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা বন্ধ করা।
এর আগে গত শনিবার সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের গাজিয়ানতেপ শহরে কুর্দি একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫১ জন মারা যায়। নিহতদের বেশিরভাগই শিশু ছিল। পরবর্তীকালে তুরস্কের সীমান্ত অঞ্চলগুলি থেকে আইএসকে সম্পূর্ণরূপে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছিল তুর্কি সরকার। সূত্র: আল জাজিরা
প্রতিবেদন- ফারহানা করিম, সম্পাদনা- জাহিদুল ইসলাম