
দামেস্ক: সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন।
গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) দেশিটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য পহেলা জুনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়।
তবে বুধবার সামান্য পরিমাণ সহায়তা বণ্টন করা হয়। অবরুদ্ধ দারিয়া শহরে কোন খাবারবাহী গাড়িবহর যায়নি। বিমান থেকে খাদ্য ও মানবিক সহায়তা ফেলার বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার আলোচনায় বসবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবানের পরও বৃহদাকারে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ব্যর্থ হয়েছে সিরিয়া সরকার।
তিনি বলেন, বিমান থেকে সহায়তা ফেলা ব্যয়বহুল, জটিল ও ঝুঁকিপূর্ণ হলেও মানুষের ভোগান্তি লাঘবে এখন এটাই একমাত্র সমাধান।
নিজেদের প্রভাব কাজে লাগিয়ে বৃহদাকারে সহায়তা নিয়ে প্রবেশের সুযোগ দিতে সিরিয়ার সরকারের সমর্থক দেশ ইরান ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন ফিলিপ হ্যামন্ড।
বুধবারের মানবিক সহায়তাকে রাশিয়া ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে হ্যামন্ড বলেন, আইএসএসজি ঘোষিত ডেটলাইনের দিনে মানবিক সহায়তার সীমিত প্রবেশ ‘বিদ্রুপাত্মক’।
সিরিয়ার বিভিন্ন শহর সরকারি বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কিছু অবরুদ্ধ আছে বিদ্রোহী ও আইএস’র হাতে। এসব শহরে হাজার হাজার মানুষ তীব্র খাবার ও অন্যান্য সামগ্রির সঙ্কটে রয়েছেন। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই