
ভ্যাটিকান সিটি: রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস তার বড়দিনের বার্তায় সিরিয়ায় যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন।
রোববার বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার ক্যাথলিক খ্রিষ্টান তীর্থযাত্রীদের সামনে দেয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান।
সিরিয়ার সংঘর্ষে অনেক বেশি রক্ত ঝরেছে বলে উল্লেখ করেন পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনি এবং ইসরাইলিদের পরস্পরের প্রতি বিদ্বেষ এবং প্রতিশোধের স্পৃহা পরিত্যাগেরও আহ্বান জানান। গত সপ্তাহে বার্লিনে ট্রাক হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পোপ বলেন, ‘সিরিয়ার ৫ বছরের গৃহযুদ্ধের অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় আলোচনা করা উচিত।’
তিনি বলেন, ‘নতুন ইতিহাস লেখার জন্য ইসরাইল এবং ফিলিস্তিনিদের একত্রিত হতে হবে।’ ফিলিস্তিনিদের দখল করা জমিতে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের নিন্দা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই কথা বলেন তিনি।
পোপ ফ্রান্সিস বৈশ্বিক সন্ত্রাসবাদের নিন্দা জানান। তার ভাষায়, এটি বিশ্বের বিভিন্ন দেশ এবং শহরের হৃদয়ে ভীতি এবং মৃত্যুর বীজ বপন করছে।
তিনি সিরিয়ার গৃহযুদ্ধের ফলে সৃষ্ট শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরেন। এছাড়া গত বছরও তিনি যীশু খ্রিষ্ট যে একজন শরণার্থী ছিলেন একথা খ্রিষ্টান সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়ে শরণার্থীদের প্রতি সমবেদনা জানানোর জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ