
দামেস্ক: সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার তদন্ত করার জন্য রাসায়নিক অস্ত্র পরিদর্শক দল হামলাস্থল দুমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা।
মঙ্গলবার রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা ওপিসিডব্লিউ এর প্রতিনিধি দলের সঙ্গে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী রাজধানী দামেস্কের উপকন্ঠে অবস্থিত দুমায় প্রবেশ করেন বলে জানিয়েছে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এই ব্যাপারে ডিপিএকে জানিয়েছে বলে উল্লেখ করে সংস্থাটি।
এদিকে আল জাজিরার সংবাদদাতা জেনা খোদর জানান, কথিত রাসায়নিক হামলার বিষয়টি তদন্ত করার জন্য হামলাস্থল পরিদর্শন করছেন রাসায়নিক অস্ত্র পরিদর্শক দল।
এই দলের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন, প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সিরিয়ার দুমায় সরকারী বাহিনী বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলা করেছে বলে অভিযোগ তোলে পশ্চিমা দেশগুলি।যদিও সিরিয়া এবং মিত্র রাশিয়া রাসায়নিক হামলার খবর বরাবরই অস্বীকার করে এসেছে। তা সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শাস্তি দেয়ার জন্য ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একযোগে ১৪ এপ্রিল সিরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা করে বসে। সূত্র: আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম