
ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক গ্রুপ।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুলরাহমান এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইদলিবের উত্তরাঞ্চলের জারদানা গ্রামে বৃহস্পতিবার সারারাত ধরে বিমান হামলা করা হয়। যুদ্ধবিমানগুলি রুশ যুদ্ধবিমানের মত ছিল। এই হামলার ফলে ১১ নারী এবং ৬ টি শিশুসহ ৪৪ জন নিহত হয়।
রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এধরনের বিমান হামলার খবর অস্বীকার করেছে।
আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন রামি আবদুলরাহমান। তিনি জানান, জারদানা গ্রামে সাম্প্রতিক এই বিমান হামলার ফলে নিহত ছাড়াও ৬০ জন আহত হন। রমজান মাসে ইফতারির সময় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ বলেছে, জারদানা গ্রামে একটি মসজিদের কাছে অবস্থিত মার্কেটকে লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে এখনো জীবিতদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।
গত বছর রাশিয়া, তুরস্ক এবং ইরান সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় যুদ্ধবিগ্রহ বন্ধ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর পর থেকে সাম্প্রতিক মাসগুলোতে এধরনের বিমান হামলার ঘটনা তুলনামূলকভাবে কমে গিয়েছিল। এছাড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে চুক্তির ফলে সম্প্রতি হাজার হাজার বিদ্রোহী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক ইদলিবে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। সূত্র: আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম