
দামেস্ক: সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলা এবং গোলাবর্ষণে অন্তত ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হন। বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর পূর্বাঞ্চলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পোর বিদ্রোহী এলাকাগুলো লক্ষ্য করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী তিনদিন ধরে হামলা পরিচালনা করে আসছে। বিদ্রোহী অধ্যুষিত অন্তত ছয়টি এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে।
সংস্থাটি জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিমান হামলায় এখন পর্যন্ত ৬৫ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
এদিকে পূর্বাঞ্চলে অবস্থানরত বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সকাল দশটায় ব্যারেল বোমা ফেলার শব্দ শুনতে পেয়েছেন তিনি।
সিরিয়ার একসময়ের অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত আলেপ্পো অঞ্চল বর্তমানে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। এর পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে সরকারি বাহিনীর হাতে অপরদিকে পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলে রয়েছে।
২০১১ সালের মার্চে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত ৩ লাখের বেশি মানুষ নিহত হন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থীর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এক সময় সিরিয়ার অর্থনীতির পাওয়ার হাউস নামে পরিচিত আলেপ্পো সরকারি এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ