
ঢাকা: ওয়ানডে কিংবা টি-টুয়েন্টির মতো ক্রিকেটের পুরনো সংস্করণ টেস্ট ক্রিকেটে ঠিক সেভাবে এগুতে পারছে না। লঙ্গার ভার্সনের ক্রিকেটের এ সমস্যা দূর করতে তরুন ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। গত ১৭ জুলাই থেকে ২৫জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল এ ক্যাম্প। প্রায় দেড় মাসের ক্যাম্প শেষে এখন ক্রিকেটারদের পারফর্ম্যান্স পরখ করে দেখার জন্য দু’টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট ও ফতুল্লায় তিন দিনের এ দু’টি প্রস্তুতি অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ থেকে ৩০ আগস্ট সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। এরপর দ্বিতীয় ম্যাচটি ফতুল্লায় ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবারের এইচপি ক্যাম্প। এইচপির হেড কোচ সায়মন হেলমটের তত্বাবধায়নে ক্রিকেটারদের প্রশিক্ষন নেয়ার কথা ছিল। কিন্তু হেলমেট ঠিক সময়ে ঢাকায় পৌঁছতে না পারায় কোচ মিজানুর রহমান বাবুল দলটিকে কোচিং করান। এবারের ক্যাম্প সম্পর্কে তিনি বলেন, ‘সামনে বিসিএল আছে। এ ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল লংগার ভার্সনের জন্য ছেলেদের তৈরি করা। বড় পরিসরের ক্রিকেটে আমরা এমনিতেও পিছিয়ে। টেকটিস, টেকনিক নিয়ে আমরা যে কাজ করলাম ওটার একটা প্রতিফলন দেখা যাবে সিলেটে ও ফতুল্লার প্রস্তুতি ম্যাচে।’
উল্লেখ্য, এইচপি ক্যাম্পে থাকা পেস বোলারদের জন্য পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করে গেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করে গেছেন সাবেক ভারতীয় অফস্পিনার ভেঙ্কটপতি রাজু।
প্রতিবেদন: কবীরুল ইসলাম, প্রচার: তুসা