
সিলেট: গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে সিলেটে মাইক্রোবাস শ্রমিক নেতাদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেয় সিলেট মাইক্রোবাস শ্রমিক নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ল-কলেজের সামনে থেকে শফিক ও স্বপন নামের দুজন মাইক্রোবাস শ্রমিককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর জেরে রাতে উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত সাতজন আহত হন।
সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ জানান, শুক্রবার রাতে তিন শ্রমিককে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করলে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। এসময় পুলিশ তাদের মারধর করে আহত করে। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, আসামী গ্রেপ্তার করলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী