সিলেটে নিজ ঘর থেকে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূ ও তার দুই সন্তানকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ ঘরে কোনো এক সময় তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গৃহবধূর স্বামী হিফজুর রহমানকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- গৃহবধূ হালিমা বেগম, তার ছেলে মিজান ও মেয়ে তানিশা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ জানান, প্রতিবেশীরা সকালে হালিমা বেগমের ঘরে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনজনের মধ্যে গৃহবধূকে ও তার ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং ছোট্ট মেয়েটার মাথায় আঘাত রয়েছে।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।