
মতিয়ার চৌধুরী, লন্ডন;-
সিলেটে পুলিশী নির্যাতনে স্বাস্থ্যকর্মি রায়হান হত্যার প্রতিবাদে লন্ডনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘‘আমরা সিলেটবাসী’’ নামের একটি সংগঠন।
গতকাল বুধবার বিকেলে ইষ্টলন্ডনের আলতাব আলীপর্কের শহীদ মিনার প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি মানবাধিকার কর্মি আনসার আহমেদ উল্লাহ‘র সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউরোপের সমন্বয়ক ড. আনিছুর রহমান আনিছ ও জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে হত্যাকারীদের সর্বোচ্ছ সাজার দাবী জানিয়ে বক্তব্য রাখেন লন্ডনে বসবাসরত নিহত রায়হানের ভগ্নিপতি মোকাম্মেল আলী, জালালাবাদ এ্যাসোসিয়েশনের আব্দুল বাসির, যুদ্ধাপরাধ বিচারমঞ্চের সৈয়দ গোলাব আলী, সালেহ আহমদ প্রমুখ।
সমাবেশে সঠিক তদন্তের মাধ্যমে হত্যার বিচার ও হত্যাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবী জানান বক্তারা। সমাবেশ থেকে সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে দ্রত সময়ের মধ্যে রায়হান হত্যার বিচার দাবী করে বলা হয় বাংলাদেশ পুলিশ বাহিনীতে বেশ কিছ‚ সদস্য রয়েছে যারা নানা অপকর্মে জড়িত। এসব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এরা পুলিশের ভাবমূর্তি বিনষ্ট করছে।
যেখানে পুলিশ সাধারন মানুষের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে প্রায়ই দেখা যায় পুলিশের হাতে নিরপরাধ মানুষ হরহামেশাই খুন হচ্ছে, পুলিশ কর্তৃক অন্যায় ভাবে প্রতিটি হত্যাকান্ডের বিচারের দাবী জানোনো হয়।
ক্যাপশনঃ ছবি আছে।
( ১৫অক্টোবর ২০২০।)