
সিলেট: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করেছেন গোটা সিলেটেবাসী। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সোমবার সকাল থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার, আনসার ভিডিপি, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধাসংসদ, সিলেট বেতার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে শোক র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি বের হয়ে চৌহাট্টা পয়েন্ট শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি