সিলেটে বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ ৫

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মেয়েদের চেয়ে এবার ছেলেরা ভাল ফল করেছে। তবে সার্বিক পাশের হার অনেক কমে গেছে। গতবছর পাশের হার ছিলো ৭৯.৩৮, এবার পাশের হার ৬৮.৫৯ শতাংশ। এবার এই বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩৩০। যা আগের বছরের তুলনায় কম। পাশের হারের দিকে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাশের হার ৭০.৩১ ও মেয়েদের পাশের হার ৬৭.১১।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল আহমদ চৌধুরী। বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩ হাজার ৮৭০ জন।
প্রতিবেদন- প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি, ইয়াসিন