
সিলেট: মহানগরীর কুয়ারপাড় এলাকায় প্রাক্তন সিটি কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাসায় ফেরার পথে নগরীর কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তাজুল ইসলামের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাজুলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে মারা যান তিনি।
এদিকে পূর্ববিরোধের জের ধরে তাজুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই নুরুল ইসলাম। হামলাকারীদের মধ্যে হারিছ ও মারুফ নামক দুজন ছিল বলেও তিনি দাবি করেন।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাজুল ইসলামের ছেলে সোহান ইসলামকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম