
ঢাকা: সীমান্তে হত্যা কমাতে গরু চোরাচালান বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হলে গরু চোরাচালানও বন্ধ করতে হবে। ভারতের গরুর দিকে তাকানো যাবে না’।
বৃহস্পতিবার বিজিবি সদর দফতরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আজিজ আহমেদ। বিজিবি মহাপরিচালক বলেন, ‘২০১৫ সালে সীমান্তে ৪৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই ভারতের সিভিলিয়ানদের হাতে মারা গেছেন।’
তিনি জানান, আমাদের সীমান্তগুলো এরকম যে এক জনের বাড়ি বাংলাদেশে আর রান্নাঘর ভারতে। সীমান্তে যারা থাকেন তাদের অনেকের ভারতে আত্মীয়ও রয়েছে। ওপারে প্রেম করতে গিয়ে প্রেমিকার আরেক প্রেমিকের হাতে খুন হতে হয়েছে- এমন ঘটনাও কিন্তু ঘটেছে।
মাদক ব্যবসায়ীরা জামিনে বেরিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করে আজিজ আহমেদ বলেন, ‘এটা দু:খ জনক যে আমরা তাদের ধরে দেই অথচ দুই-তিন মাসের মধ্যেই তারা জামিনে বেরিয়ে যায়’।
আগামী জুলাই মাসেই চালু হতে যাচ্ছে সীমান্ত ব্যাংক। এ মাসেই ব্যাংকের জন্য সিকিউরিটি অর্থ বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেয়া হবে। এরই মধ্যে কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এর ৭ থেকে ১০টি শাখা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি