সুইজারল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের একটি মসজিদে নামাজরত মুসুল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার বিকেলে দেশটির জুরিখ এলাকার রেল স্টেশনের পাশের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার সুইস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। প্রাথমিকভাবে হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ হামলার ঘটনায় মসজিদটির ভেতর থেকে হামলার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, হামলাকারীর আনুমানিক বয়স ৩০ বছরে। সে কালো পোশাক পরে এ হামলা চালায় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে।
গ্রন্থনা: রাকিব