
ডেস্ক: ইউরো ২০১৬ তে ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচ ১-১ ব্যবধানে ড্র করেছে শক্তিশালী সুইডেন ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। সোমবার সন্ধ্যায় দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়া সুইডেন হার এড়ায় শেষ সময়ের আত্মঘাতী গোলে।
ফ্রান্সের সাঁ-দেনিতে প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে আসা দুই দলের লড়াইয়ে দশম মিনিটেই এগিয়ে যেতে পারত আইরিশরা। জেফ হেনড্রিকসের শট ফিরিয়ে সেবার দলকে বাঁচান সুইডিশ গোলরক্ষক আন্দ্রেয়াস ইসাকসন। তারপর প্রথমার্ধে অন্তত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে আইরিশরা।
‘প্রথমার্ধে অন্তত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে আইরিশরা’
দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আয়ারল্যান্ডকে। ৪৮ তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ওয়েস হুলাহান। সিমান কোলম্যানের দারুণ ক্রসে তার জোরালো হাফভলি ফেরানোর কোনো সুযোগই ছিল না সুইডেনের গোলরক্ষকের।
পিছিয়ে পড়ার পর যেন জেগে উঠে সুইডেন। কিন্তু গোলের কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। আয়াল্যান্ডরে রক্ষণে গিয়ে ভেঙে যাচ্ছিল তাদের আক্রমণগুলো। এমনই একটি আক্রমণ থেকে ইব্রাহিমোভিচের বিপজ্জনক এক ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ক্লার্ক। ফলে দুই দলের লড়াই শেষ হয় সমতায়।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস