
আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সট বিডি ডট কম
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, সুদানের পশ্চিম দারফুরে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এবং তাদের সহযোগী মিলিশিয়াদের হাতে গত মাসে নিহত অন্তত ৮৭ জাতিগত মাসালিত, এবং অন্যদের মৃতদেহ ওই অঞ্চলের রাজধানী এল-এর বাইরে একটি গণকবরে দাফন করা হয়েছে ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, আরএসএফ এবং অন্যান্য দলগুলিকে জাতিগত পটভূমির উপর ভিত্তি করে মৃত ব্যক্তিদের জন্য দ্রুত অনুসন্ধান, তাদের তথ্য সংগ্রহ এবং সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার এবং সহজতর করার আহ্বান জানিয়েছেন।
এর আগে ১৫ এপ্রিল থেকে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের সঙ্গে লড়াইয়ে নামে। তাদের লড়াইয়ে সুদানে মানবিক সংকট তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ওএইচসিএইচআর জানিয়েছে, গত ১৩ থেকে ২১ জুনের মধ্যে পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল-জেনিনাতে ওই ৮৭ জনকে হত্যা করা হয় এবং আরএসএফ স্থানীয়দের নির্দেশ দেয় নিহতদের শহরের বাইরে সমাহিত করতে।