Monday, August 15th, 2016
সুদানে বন্যায় নিহত ১০০
August 15th, 2016 at 7:17 pm
সুদানে বন্যায় নিহত ১০০

খার্তুম: সুদানে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এছাড়া কয়েকটি গ্রাম পানিতে ডুবে গেছে।

সুদানি কর্মকর্তারা জানান, ইরিত্রিয়ার সীমান্তবর্তী পূর্বাঞ্চলের দরিদ্র রাজ্য কাসালায় গাস নদীর পানি দুকূল প্লাবিত হওয়ার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। অনেকেই পাহাড়ের উপর ঘাসের কুঁড়েঘরে সাময়িক আশ্রয় নিয়েছে। বন্যার ফলে পূর্ব সুদানের প্রধান সড়কের সঙ্গে রাজধানী খার্তুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রাদেশিক রাজধানী কাসালার কাছে দুটি গ্রাম ঘুরে এসে বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফার জানান, কোমর সমান পানিতে দাঁড়ানো গ্রামবাসীরা খাদ্য, পানি এবং ওষুধের জন্য আহাজারি করছে। অনেক মানুষকে বিশেষ করে শিশুদের কর্দমাক্ত বৃষ্টির পানি পান করতে দেখা গেছে।

কাসালার মাকলি গ্রামের প্রধান তাহা মাহমুদ বলেন, দুই সপ্তাহ আগে হঠাৎ এক রাতে বন্যার পানিতে আমাদের গ্রাম ভেসে যাওয়ার ফলে শিশুদের নিয়ে পালানো ছাড়া আমাদের আর কোন উপায় ছিল না।

সুদানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, বন্যায় কাসালার ২৫ জন মারা গেছে। দুই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে ৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। দেশজুড়ে ১০০ জন মানুষের প্রাণহানি ঘটেছে।

কাসালার অপর একটি গ্রাম আল-মাহমুদাবেও একই অবস্থা দেখা গেছে। সেখানে ২৫০ ঘরবাড়ি এবং স্থানীয় স্কুল ধ্বংস হয়েছে। কেবলমাত্র স্থানীয় মসজিদটি টিকে রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অব্যাহত বৃষ্টিপাতের ফলে ইথিওপিয়ার সীমান্তবর্তী নীল নদের পানির উচ্চতা বেড়ে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে কাসালা, সেনার, দক্ষিণ কর্দোফান, পশ্চিম কর্দোফান এবং উত্তর দারফুর।

এর আগে জাতিসংঘের দাতব্য সংস্থাগুলো জুলাই থেকে নভেম্বরের মধ্যে সুদানে বন্যার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছিল।

নিউজনেক্সটবিডি ডটকম/এফকে

 


সর্বশেষ

আরও খবর

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১১ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১১ লাখ


ব্রিটেনে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে  কঠোর বিধিনিষেধ

ব্রিটেনে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর বিধিনিষেধ


দ্বিতীয় দফা করোনা সংক্রমণে ব্রিটেনব্যাপী প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

দ্বিতীয় দফা করোনা সংক্রমণে ব্রিটেনব্যাপী প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা


‘সুপারম্যান‘ ট্রাম্প করোনাভাইরাসের ‘সুপারপাওয়ার‘ বুঝতে ভুল করেছেন

‘সুপারম্যান‘ ট্রাম্প করোনাভাইরাসের ‘সুপারপাওয়ার‘ বুঝতে ভুল করেছেন


সৌদি আরবের আমন্ত্রণ প্রত্যাখান করলেন লন্ডন মেয়র সাদিক খান

সৌদি আরবের আমন্ত্রণ প্রত্যাখান করলেন লন্ডন মেয়র সাদিক খান


করোনায় আক্রান্ত ট্রাম্প–মেলানিয়া

করোনায় আক্রান্ত ট্রাম্প–মেলানিয়া


আটক হলেন রাহুল গান্ধী

আটক হলেন রাহুল গান্ধী


লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ বাঙ্গালী আহবাব হোসেন

লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ বাঙ্গালী আহবাব হোসেন


কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যু

কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যু


‘অক্টোবরের মাঝামাঝি থেকে ব্রিটেনে প্রতিদিন ৫০হাজারেরও বেশী মানুষ করোনা আক্রান্ত হবে’

‘অক্টোবরের মাঝামাঝি থেকে ব্রিটেনে প্রতিদিন ৫০হাজারেরও বেশী মানুষ করোনা আক্রান্ত হবে’