
গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে রিটানিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুন্দরগঞ্জের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ পেয়েছেন ৮২ হাজার ১০৯ ভোট।
তিনি আরো জানান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৫৭ হাজার ১০৪ ভোট। বাকি আট কেন্দ্রের ফলাফলে জয় পরাজয়ে কোনো প্রভাব পড়বে না।
বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার মোট তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন উপজেলা সাহবাজ গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ