
ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতির কারণ হবে না। বরং এই রামপালের কারণে দেশের বিদ্যুৎ খাত উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস অব ফাইন্যান্সিয়াল ক্লোজার অব লার্জ অ্যান্ড মেগা পাওয়ার প্রজেক্ট’শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মসিউর রহমান বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে ও বিপক্ষে অনেক মত আছে। তবে আমি এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বড় সমর্থক। কারণ রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতির কারণ হবে না। এই রামপালের কারণে দেশের বিদ্যুৎ খাত উন্নত হবে। খুলনা ও যশোর অঞ্চল শিল্পায়ন ত্বরান্বিত হবে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, বিদ্যুতের বড় ও মেগা প্রকল্পে অর্থায়ন একটি অন্যতম ইস্যু। যা দীর্ঘমেয়াদি বন্ড ও ইক্যুইটির মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে। এছাড়া এই প্রকল্প সফল হতে প্রযুক্তিও অন্যতম।
সেমিনারে বিশেষ অতিথি পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলাম বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন বিদ্যুতের অবস্থা খুব খারাপ ছিল। তবে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনা হাতে নেয়। যার আলোকে এখন অনেক মেগা প্রকল্প হচ্ছে।
তিনি আরো বলেন, কিছু এলাকায় সোলার প্রকল্প নির্মাণের পরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যা নিয়ে সোলার প্রকল্প নির্মাণকারীরা বিপদে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবগত আছে। আর বিদ্যুতের মেগা প্রকল্প পাস করতে যে ২-৩ বছর লেগে যায়, তা সমাধানেও কাজ করা হচ্ছে।
সামাজিক অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ পূর্বশর্ত উল্লেখ করে ডিসিসিআই সভাপতি হোসাইন খালেদ বলেন, বলিষ্ঠ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ ছাড়া শিল্পায়নের মাধ্যমে ধারাবাহিকভাবে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না।
নিউজনেক্সটবিডি ডডকম/ডিএম/জাই