সুপ্রিমকোর্টে ইফতার করবেন খালেদা

ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে আয়োজিত সুপ্রিম কোর্টের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিয়াউর রহমানের ৩৫তম মৃতুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।’ এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি/জাই