
ঢাকা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ ইং বর্ষের নির্বাচনে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ২২ ও ২৩ মার্চ দু’দিন ব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১০ টায়র কিছুক্ষণ পরেই রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণের কাযক্রম শুরু হয়। এখন ভোট গ্রহণ চলছে। এই তথ্য নিউজনেক্সটবিডি ডটকমকে জানান নির্বাচন সংক্রান্ত কমিটির আহ্বায়ক আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মসিউজ্জামান।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হয়েছে।
নির্বাচনে মোট ১৪ টি পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছড়াও আলাদা দুইজন মোট ৩১জন প্রতিদ্ধন্ধিতা করছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে মোট ৫ হাজার ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি বলেন, দুই দিন সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আওয়ামী লীগ ও বিএনপি প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে ১ জন এবং সম্পাদক পদে ২ জন অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন বারের তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাস। এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত (সম্মিলিত আইনজীবীজী সমন্বয় পরিষদ) প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল মতিন খসরু। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি অজিবউল্লাহ ও হোসনে আরা, সম্পাদক রবিউল আলম বুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন,হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জ্বল ও শেখ মো. মাজু মিয়।
বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জয়নুল আবেদীন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, সম্পাদক-এ. এম. মাহবুব, উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ পদে এবিএম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দীপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মো. এমাদুল হক, আয়েশা আক্তার, মো. আহসানউল্লাহ, মো. মুসাব্বির হাসান ভূঁইয়া(রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমি আখতার।
ওই দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে অশোক কুমার ঘোষ এবং মো. আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।
প্রতিবেদক: ফায়েজ, সম্পাদনা: জাবেদ