
ঢাকা: সরকারের কাছে সুপ্রিম কোর্টের ১০০ শতাংশ জমি দাবি করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একই সঙ্গে তারা ১৫তলা ভবন নির্মাণের টাকা চেয়েছে।
রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাত করে এমন দাবি উত্থাপন করেছেন বার কাউন্সিলের নবনির্বাচিত নেতারা। সংবাদ সরকারি তথ্যবিবরণীর।
ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে বার কাউন্সিলের নেতারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলো হচ্ছে – বার কাউন্সিল ভবনের বর্তমান জায়গাসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের পতিত জমি থেকে ১০০ শতাংশ জমি বাংলাদেশ বার কাউন্সিলের নামে চিরস্থায়ী ইজারা, বাংলাদেশ বার কাউন্সিল ভবনের বর্তমান জায়গায় সরকারি অর্থায়নে ১৫ তলা ভবন নির্মাণ, বাংলাদেশ বার কাউন্সিলের নাম সরকারের বিধিবদ্ধ সংস্থার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, বাংলাদেশ বার কাউন্সিল বেনাভোলেন্ট ফান্ডে ৫০ কোটি টাকার অনুদান, রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অবস্থান নির্ধারণ এবং বাংলাদেশ বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাদি সরকারের রাজস্ব খাতে স্থানান্তর।
মন্ত্রী প্রতিনিধিদলের দাবিদাওয়া মনোযোগের সাথে শোনেন এবং তা যথাস্থানে উপস্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি অ্যা্ডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং অ্যাডভোকেট মো. নজিবুল্লাহ হিরু উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই