
ঢাকা: বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় দেশব্যাপী শত শত লাইব্রেরী তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘আগামী’। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় ১৩ বছর যাবৎ বাংলাদেশে কাজ করে চলেছে সংগঠনটি।
লাইব্রেরী তৈরির উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ‘আগামী’র সাথে আন্তর্জাতিক বই সহযোগিতা কার্যক্রমে হাত বাড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নো বেরিয়ার ফাউন্ডেশন।
আগামী এর প্রেসিডেন্ট সাবির মজুমদার বলেন, নো বেরিয়ার ফাউন্ডেশনের সাথে অংশিদারিত্বে আগামী পরিবার অনেক আনন্দিত। এটা কেবল শুরু মাত্র। বই সংগ্রহ ও বিতরণের কার্যক্রম অব্যাহত রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে। সেই সাথে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সবার কাছে ৩-১২ বছর বয়সী শিশুদের জন্য বই ডোনেশনের আহ্বান জনান।
শুরুতে একটি স্কুলে আর্থিক সহায়তা প্রদান করলেও, বর্তমানে বাংলাদেশের ১৮ টি স্কুলে প্রায় ১০ হাজারেরও বেশী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দিয়ে চলেছে আগামী।
স্কুল ভিত্তিক সহায়তার বাইরে যুক্তরাষ্ট্র ভিত্তিক সফল শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান খান একাডেমীর সকল কার্যক্রম বাংলায় অনুবাদ করার পাশাপাশি দেশব্যাপী লাইব্রেরী তৈরির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
গত মার্চ মাসে নো বেরিয়ার ফাউন্ডেশন ম্যানচেস্টার ইভিনিং নিউজ এর মাধ্যমে বই সংগ্রহের আহ্বান জানালে তাতে অনেকেই সাড়া দেন। প্রথম ধাপের সংগ্রহের বই ইতোমধ্যে আগামী এর কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামী ঢাকায় অবস্থিত অলক, নন্দীপাড়া ও পিয়েরাবাগ বিদ্যালয়ের শিশুদের মাঝে বই বিতরণ সম্পন্ন করেছে মে মাসের শুরুর দিকে। এদিকে নো বেরিয়ার ফাউন্ডেশন দ্বিতীয় ধাপে বই হস্তান্তরের কাজ অব্যাহত রেখেছে এবং শিগগিরই তা হস্তান্তর করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমএস/এসআই