
চুয়াডাঙ্গা: ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে, সুবিধা বঞ্চিত সব মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক, অন্তত একটি নতুন জামা-কাপড় হোক ওদের’।
এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো রিসো’র উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৬০ জন সুবিধা বঞ্চিত শিশু ও নারীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে এ বছর এসএসসি পাস করা ছয়জন দরিদ্র মেধাবি শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
শনিবার সকালে রিসো অফিসে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে রিসো কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাশিদা হাসনু-আরা বলেন, ‘আমাদের সাধ আছে কিস্তু সাধ্য সীমিত। তার মধ্যে থেকেও আমরা ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করছি। পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া যেন টাকার অভাবে বন্ধ হয়ে না যায় সে জন্য শিক্ষা সহায়তা প্রদান করছি। সমাজের বিত্তবান মানুষেরা যদি এভাবে তাদের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, সহসভাপতি শহিদুল ইসলাম চৌধুরী ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট মানিক আকবর।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই