
নিউজনেক্সট প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও আইইডিসিআর’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাড়ে চার পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন।
সিঙ্গাপুর এয়ারলাইনস এর একটি ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটি আগামীকাল রাত দশটা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। অধ্যাপক সেব্রিনা ফ্লোরা অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে একটি হাসপাতালে সাড়ে চার মাস চিকিৎসা ধীন ছিলেন।
এর মধ্যে তিন মাসই তিনি আইসিইউতে জটিল সময় চিকিৎসাধীন ছিলেন। স্বজনেরা তাঁর সুস্থ হয়ে বৃহস্পতিবার ঢাকায় এখবর নিশ্চিত করেছেন। স্বজনেরা জানিয়েছেন চিকিৎসকের পরামর্শমত আরো কিছুদিন তিনি বিশ্রাম নিয়ে কাজে ফিরবেন বলে আশা করছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন বাংলাদেশি রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।