সেনা ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার কম্বল

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ ভান্ডারে ৫০ হাজার কম্বল প্রদান করেছে।
বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের হাতে তার কার্যালয়ে এ কম্বল তুলে দেন ব্যাংকের পরিচালক মেজর জেনারেল অব. ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-হক। সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিওসি, পিএসসি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ