
আংকারা: গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে তুরস্কের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন কারখানা এবং শিপইয়ার্ড অধিগ্রহণ করেছে তুর্কি সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম খবরটি প্রকাশ করেন। তিনি জানান, সশস্ত্র বাহিনীর পুনর্গঠন সামরিক বাহিনীকে দুর্বল করবে না বরং জাতীয় নিরাপত্তায় অপরিহার্য কার্যকলাপের উপর তাদের লক্ষ্য স্থির করবে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান মঙ্গলবার তার বাসভবনে এক টেলিভিশন ভাষণে সন্ত্রাস এবং অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পাশে থাকার অভিযোগে পশ্চিমাদের প্রতি সমালোচনা করেন।
তিনি বলেন, ‘যাদের আমরা বন্ধু বলে মনে করি, দুর্ভাগ্যজনক ভাবে তারাই সন্ত্রাসী এবং অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের সমর্থন করছে।’
জার্মানির কোলনে এরদোয়ানের সমর্থনে আয়োজিত র্যালিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে বক্তৃতা দিতে অনুমতি না দেয়ায় তিনি জার্মানির বিচারিক কর্তৃপক্ষের সমালোচনা করে জানান, এর আগে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতাদেরও ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেয়ার সুযোগ দেয়া হয়েছিল।
তুর্কি প্রেসিডেন্টের প্রশ্ন, পশ্চিমারা গণতন্ত্রের পক্ষে না কি সন্ত্রাসের পক্ষে? সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি