
ঢাকা: যাত্রাবাড়ীতে নজরুল ইসলাম সোহেল নামের এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার হুমকী দেয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়া হুমকীদাতার নাম মেহেদী হাসান। যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান মঙ্গলবার এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, যাত্রাবাড়ীর বিবির বাগিচার দুই নম্বর গেটের ‘স্বপ্নীল’ নামের একটি বাড়ির বাসিন্দা মেহেদী সোমবার রাতে তার প্রতিবেশী সোহেলের ওপর চড়াও হন। তাকে মারধর করা হয়। এ সময় ঠেকাতে এসে লাঞ্চিত হন সোহেলের স্ত্রী রিপা। মেহেদী বাসায় গভীর রাতে বিভিন্ন মানুষের আনাগোনা নিয়ে ঘটনার সূত্রপাত বলে সোহেল সাংবাদিকদের জানান। তিনি মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেছেন।
থানার এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জিডি পেয়ে ওই বাসায় গিয়ে মেহেদীকে পাওয়া যায়নি। তবে তাকে ফোন করে থানায় আসতে বলা হয়েছে। তিনি আদৌ সেনা সদস্য কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’ মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার পেশাগত পরিচয় এড়িয়ে যান। হামলা ও হত্যার হুমকি বিষয়েও কোনো কথা বলতে রাজি হননি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি