
ডেস্ক: সেন্সর বোর্ডের জালে আটকা পড়লো শহিদ কাপুর, কারিনা কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। প্রথমত ছবিটির নাম পরিবর্তনের দিক নির্দেশনা দিলেও, পরে ছবির ৯০ শতাংশ দৃশ্য বাদ দিতে বলা হয়েছে সেন্সর থেকে।
‘উড়তা পাঞ্জাব’এর বদলে ছবিটির নাম হয়তো ‘উড়তা টমি’ হয়ে যেতে পারে!
ভারতীয় সংবাদমাধ্যম সেন্সর বোর্ড সূত্রে জানায়, প্রথমে ছবিটিতে অবমাননাকর ভাষার ব্যবহার ও মাত্রাতিরিক্ত মাদকাসক্তি প্রদর্শনে আপত্তি তোলেন বোর্ডের সদস্যরা। পরে সামনে আসে ছবিটিতে পাঞ্জাবকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। দেখানো হয়েছে যে, রাজ্যে অতিরিক্ত মানুষ বাস করে এবং তরুণদের অধিকাংশই মাদকাসক্ত।
প্রযোজক বালাজি ও পরিচালক অভিষেক চুবেকে ছবি থেকে পাঞ্জাবের সব অংশ বাদ দিতে বলা হয়েছে। এমনকি নাম পর্যন্ত পাল্টে ফেলার জন্য বলা হয়েছে। ছবিটি মুক্তির দুইদিন আগে ৯০ শতাংশ দৃশ্য কেটে বাদ দিতে বলা হয়েছে। এখন সময়মতো ছবিটি মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস