সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

যশোর: কেশবপুরে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বরণঢালি ইউনিয়নের সরসকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরণঢালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আবদুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও ইবাদ হোসেন (২৮)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘সরসকাঠি ডিগ্রি কলেজের পাশে মাছ ব্যবসায়ী ওজিয়ার রহমানের সেফটিক ট্যাংক পরিস্কার করার জন্য শ্রমিকরা ভেতরে নামেন। কিন্তু তারা গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস