
ঢাকা: প্রতি বছর এপ্রিল-মে মাসে আইপিএল আয়োজন করে আসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে চলতি বছর সেপ্টেম্বরে ভারতের বাইরে ছোট আঙ্গিকে আইপিএল আয়োজন করবে বিসিসিআই।
শুক্রবার ধর্মশালায় বোর্ডের ওয়ার্কিং কমিটির সভা শেষে ‘মিনি আইপিএল’ বা ‘আইপিএল ওভারসিজ’ এর ঘোষণা দিয়ে বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর জানান, শিগগির প্রতিযোগিতার ফরম্যাট ও দিনক্ষণ ঘোষণা করা হবে।
অনুরাগ ঠাকুর জানান, ‘এটা হবে সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচের সংখ্যাও কম হবে। দুই সপ্তাহের মধ্যে আমরা টুর্নামেন্ট শেষ করতে পারব। এটা খুব ব্যস্ত সূচি হবে। টুর্নামেন্টের জন্য আমরা দুই সপ্তাহেরও কম সময় পাব।’
কোন দেশে খেলা হতে পারে, কতগুলো দল, কতজন খেলোয়াড় থাকবে, কে সম্প্রচার করবে অনেক ব্যাপারেই আলোচনা করে সমাধান করতে হবে বিসিসিআইকে। তবে ঠাকুর জানান, সেপ্টেম্বরে খেলার ব্যাপারে তারা আগ্রহী। আইপিএল গর্ভনিং কাউন্সিল ও বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় সম্ভাব্য ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের কথা আলোচনা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস