Saturday, July 2nd, 2016
সেবায়েত হত্যা: বিশেষ অভিযানে আটক ২৯
July 2nd, 2016 at 3:52 pm
সেবায়েত হত্যা: বিশেষ অভিযানে আটক ২৯

ঝিনাইদহ: ঝিনাইদহে শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত হত্যার পর পুলিশ শুক্রবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে।

শুক্রবার ভোরে সেবায়েত হত্যার পর খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সালাম, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, খুলনা) এস এম মনিরুজ্জামানের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠকে সাড়াশি এ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, র‌্যাব-৬-এর পরিচালক রফিকুল ইসলাম, বিজিবির স্থানীয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকের পর ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, সম্প্রতি ধর্মীয় ও গোষ্ঠীগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা হয়েছে, তার সঙ্গে শুক্রবারের সেবায়েত হত্যার মিল রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

তিনি বলেন, শুক্রবার রাত থেকেই জেলায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এ জন্য পার্শ্ববর্তী জেলা থেকে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্যকে ঝিনাইদহে আনা হয়েছে এবং বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়েছে।

গত ৭ জুন এই ঝিনাইদহে আনন্দ গোপাল গাঙ্গুলি নামের হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেখান থেকে সাত-আট কিলোমিটার দূরে শুক্রবার ভোরে আবার সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামে শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ছয় মাসে একই কায়দায় ঝিনাইদহে চারজন খুন হলেন। বাকি ব্যক্তিদের একজন ধর্মান্তরিত খ্রিষ্টান এবং আরেকজন শিয়া সম্প্রদায়ের লোক।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন এ প্রসঙ্গে বলেন, আনন্দ গোপাল গাঙ্গুলি নামের হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যার ঘটনায় শিবিরের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত শিবির নেতা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই


সর্বশেষ

আরও খবর

২৬ জনের মৃত্যুর ঘটনায় সেই স্পিডবোট মালিক গ্রেফতার

২৬ জনের মৃত্যুর ঘটনায় সেই স্পিডবোট মালিক গ্রেফতার


ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু


মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা কথিত স্ত্রীর

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা কথিত স্ত্রীর


বসুন্ধরার এমডি সায়েম সোবহানের আগাম জামিনের শুনানি হয়নি

বসুন্ধরার এমডি সায়েম সোবহানের আগাম জামিনের শুনানি হয়নি


সায়েম সোবাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, মুনিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৬টি ডায়েরি

সায়েম সোবাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, মুনিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৬টি ডায়েরি


গুলশানে‌ তরুণীর মৃত্যুর ঘটনায় বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা

গুলশানে‌ তরুণীর মৃত্যুর ঘটনায় বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা


মামুনুক হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

মামুনুক হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর


গ্রেফতার হলেন মামুনুল হক

গ্রেফতার হলেন মামুনুল হক


বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত


হাসপাতালের বেডে সুইসাইড নোট রেখে করোনা রোগীর আত্মহত্যা

হাসপাতালের বেডে সুইসাইড নোট রেখে করোনা রোগীর আত্মহত্যা