
ঢাকা: গ্রামীণফোন অ্যাকসেলারেটর প্রোগ্রামের নির্বাচিত সেরা পাঁচটি স্টার্টআপ নিয়ে অনুষ্ঠিত হলো ডেমো ডে।
মঙ্গলবার গ্রামীণফোনের ‘জিপি হাউজ’ এ আয়োজিত ডেমো ডে অনুষ্ঠানে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সামনের ‘স্টার্টআপ বাজার’ শীর্ষক সেশনে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত দর্শকদের সামনে বড় পর্দায় নিজেদের প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দল প্রধানরা। একই সঙ্গে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। প্রজেক্টগুলো হচ্ছে এনোভেশন, ক্যান্ডি, শেয়ার, সেবা, রেপ্টো।
জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রাম বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, ‘জিপি অ্যাকসেলেরেটর প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য আমি এ প্রোগ্রামের প্রথম ব্যাচকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি, দেশের জন্য উপযুক্ত অ্যাপ্লিকেশন ও সেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল যুগের সূচনা করতে এ ধরনের স্টার্টআপগুলোর মতো তরুণ উদ্যোক্তারা অংশীদার হওয়ার মাধ্যমে আমাদের সহায়তা করতে পারে।’
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সালে গ্রামীণফোনের সঙ্গে এসডি এশিয়া যুক্ত হয়ে জিপি অ্যাকসেলেরটর প্রোগ্রামের যাত্রা শুরু হয়। এ প্রোগ্রামের প্রথম ব্যাচের জন্য কয়েকশ’ স্টার্টআপ আবেদন করেন। সেখান থেকে ইন্টারভিউ, ডেমো প্রেজেন্টেশন ও বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই শেষে সেরা পাঁচটি স্টার্টআপ নির্বাচন করা হয়।
এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান খান বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ প্রোগ্রাম শুধু স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেই কাজ করবে না পাশাপাশি বাংলাদেশে ডাটা পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা অনুধাবনে গ্রামীণফোনকে সহায়তা করবে। এবার অ্যাকসেলেরেটর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা সামনের আগস্টে পরবর্তী ব্যাচের কাজ শুরু করবো।’
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমআই/জাই