
ভুপাল: ভারতের জাতীয় পর্যায়ের অ্যাথলেট পূজা কুমারী সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছেন। ঝাড়খণ্ডের পূজা কুমারী তিন বছর ধরে ভুপালে বাস করছিলেন।
শনিবার দুই বন্ধুর সাথে প্রাকটিস থেকে ফেরার পথে ভুপালের এসএআই একাডেমির কাছের একটি পুকুরে মাছ দেখে মাছের সাথে সেলফি নেয়ার জন্য যান ২১ বছর বয়সী পূজা ও তার বন্ধুরা।
কিন্তু এ সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যান পূজা। তিনি সাঁতার জানতেন না। ফলে দ্রুত পুকুরে ডুবে যেতে থাকেন। তার দুই বন্ধুও সাঁতারা জানেন না। এ জন্য সহায়তার আশায় দ্রুত ছাত্রাবাসের দিকে ছুটেন তারা।
যখন পূজার বন্ধুরা ফিরে আসেন ততক্ষণে পূজা মারা যান। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা পূজাকে মৃত ঘোষণা করেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত তিন বছর ধরে প্রশিক্ষণের জন্য এসএআই হোস্টেলে অবস্থান করছিলেন পূজা। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই