
ঢাকা: মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলুসহ মোট ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলু ছাড়াও মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
২০১৫ সালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মতিঝিল থানা পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে। পরে ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ।
মামলায় চার্জশীটভুক্ত আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ অন্যান্যরা জামিনে রয়েছেন।
প্রতিবেদন- ইয়াসিন আলী, সম্পাদনা- সাইফুল ইসলাম