
ঢাকা: বছর দুই আগে যখন বাংলাদেশের ক্রিকেটে ঘোর অমানিশা, তখন টাইগারদের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার কোচিংয়ের ফলেই সেই দুঃসহ যন্ত্রণা দিন পেছনে ফেলে এসেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের ক্রিকেট বলতে আর হারের গল্প নয়, বরং মাঠের ক্রিকেটে নিয়মিত জিততে জিততে প্রতিপক্ষের কাছে বেশ সমীহ জাগানিয়া হয়ে উঠেছে দলটি।
টাইগার ক্রিকেটের বর্তমান সময় নিয়ে কোচ হাথুরুসিংহে বলছেন, ‘আমার ধারণা, আগামী ২-৩ বছর হবে বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদের মত ক্রিকেটাররা এখন নিজেদের সামর্থ্যের চূড়ায়। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ধারাবাহিকভাবে পারফর্ম করার সময় এখনই।’
‘বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এই মাস থেকে হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হয়ে গেছে’
গত দেড় বছরের পারফরম্যান্সে বাংলাদেশ আজ সীমিত ওভারের ক্রিকেটে বড় শক্তি। তবে টেস্টে পারফরম্যান্স এখনও প্রশ্নবিদ্ধ। আগামী ২ বছরে বেশ কটি টেস্ট খেলবে বাংলাদেশ, যার অনেকগুলিই দেশের বাইরে। সামনের পথচলায় এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন হাথুরুসিংহে।
সামনের পরিকল্পনা সম্পর্কে চন্ডিকা জানান, ‘সামনের সময়টুকু বাংলাদেশের জন্য যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জিংও। কারণ আগামী দুই বছরে আমরা দেশের বাইরেই বেশি খেলব। আমার দায়িত্বের গত দুই বছরে দেশের মাটিতে নিজেদের কন্ডিশনেই বেশি খেলেছি আমরা। সামনের সময়টা তাই চ্যালেঞ্জিং হবে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটাও বোঝা যাবে।’
চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। অক্টোবর-নভেম্বরে খেলতে আসবে ইংল্যান্ড। ডিসেম্বর-জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এছাড়া আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ, সফর করবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস