
ঢাকা: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোমবার শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার সকাল ১০টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এছাড়াও দেশব্যাপী দলের সকল ইউনিটে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে মাজার প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।’
প্রতিবেদক: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব শফি