
ডেস্ক: লন্ডনের বুপাক্রোমওয়েল হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার শেষে শুক্রবার দেশে ফেরার কথা ছিল কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজের। কিন্তু পূর্বনির্ধারিত তারিখে ফিরছেন না তিনি। আরও দিন কয়েক থাকতে চাইছেন সেখানে।
সবকিছু ঠিক থাকলে আগামি সোমবার ঢাকায় পা রাখতে পারেন হালের এ সেন সেশন। তার এই থাকা চিকিৎসার কারণে নয়। ব্যক্তিগত কারণেই দুই-তিনদিন বেশি থাকতে চাইছেন।
গত ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন ফিজ। এরপর এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে তার। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার মুস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
অবশ্য তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীও মুস্তাফিজকে কাঁধে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। অস্ট্রেলিয়া থেকে সরাসরি চলে যান লন্ডনের বুপাক্রোমওয়েল হাসপাতালে চলে যান ফিজ। গত ১১ আগস্ট সেখানে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেস অবশ্য দুই দিন পরেই মুস্তাফিজকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লন্ডন প্রবাসী এক বাংলাদেশির আতিথ্যগ্রহন করেছিলেন ফিজ।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুস্তাফিজ এরই মধ্যে পাঁচবার ইনজুরিতে পড়েছেন। ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে এ কৃতিত্ব দেখান তিনি। টেস্ট অভিষেকও স্মরণীয় করে রেখেছিলেন ৩৭ রানে ৪ উইকেট নিয়ে।
প্রতিবেদন- কবির, সম্পাদনা: শিপন আলী