
ঢাকাঃ বর্তমান সময়ে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ পরীমনি। আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বিগ বাজেটের ছবি ‘রক্ত’। আর এই সিনেমার মাধ্যমেই যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখাবেন হালের জনপ্রিয় এই নায়িকা। পরীর ভক্তদের জন্য আনন্দের সংবাদ হল যে সোমবার রাত ৮ টায় ইউটিউবে প্রকাশ পাবে ছবিটির ফাস্ট লুক।
দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘রক্ত’ ছবিটি। এখন থেকেই তাই শুরু হয়েছে প্রচারণা। তারই অংশ হিসেবে আগামীকাল রাত ৮টায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফ্যানপেজে ছবিটির টিজার প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হবে এটি।
এদিকে সম্প্রতি শেষ হয়েছে ‘পরী’ শিরোনামের একটি আইটেম গানের শুটিং।পরীর আইটেম গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
জাজের দাবি, বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হবে এটি। ঈদুল আজহাতে বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে ‘রক্ত’ সিনেমাটি মুক্তি পাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস