
নারায়ণগঞ্জ: সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার রাত ১২টা থেকে সিটি করপোরেশন এলাকায় বহিরাগত অবস্থান নিষিদ্ধ। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন।
নাসিক নির্বাচনের র্সর্হূকারী রির্টার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণলয় কর্তৃক জারিকৃত পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনো ব্যক্তি ১৯ ডিসেম্বর সোমবার রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর পূর্বেই তাদের এলাকা ত্যাগ করতে হবে। যদি কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ