
মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে আল-শাবাবের হামলায় দুইজন এমপিসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০ জন।
মোগাদিসুর মক্কা আল-মুকাররামা রোডে অবস্থিত দি অ্যাম্বাসেডর হোটেলের গেইটে প্রথমে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। তারপর সশস্ত্র হামলা করে তারা।
বোমা বিস্ফোরণে ২ জন এমপি নিহত হন। আরো চারজন এমপি হামলায় বেঁচে গেছেন। হামলার পরপরই আল-শাবাব জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
বিস্ফোরিত বোমাটি ছিল খুবই শক্তিশালী ও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সাথে সাথে কালো ধোঁয়ায় ছেয়ে যায় অ্যাম্বাসেডর হোটেলটি।
সোমালিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ৫০ জনের বেশি মানুষ আহত হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহত দুইজন এমপি হচ্ছেন- আবদুল্লাহি জামা কাবাওয়েনি ও মোহামউড মোহামেদ গুরে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই