
ঢাকাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শিক্ষার নানা উপকরণ পরিবেশন করে যাচ্ছে বিডিইয়াংস্টারজ নামে এক স্বপ্নবাজ তরুণদের দল। এই তরুণদের যাত্রা আরো বেগবান করতে হাত বাড়িয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
পলক তার ফেসবুক পেজ এবং নিজস্ব অ্যাকাউন্ট থেকে বিডিইয়াংস্টারজ একটি ভিডিও শেয়ার করেছেন এবং বলেছেন ‘থিংক গ্লোবাল, আর্ট লোকাল’। প্রতিমন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্যের পর বিডিইয়াংস্টারজ টিম’র ক্যাপ্টেন সাব্বির সরকার বলেন, ‘এতদিন আমার ভাবনা ছিল- ‘থিংক বিগ, মেক ডিফারেন্স’। কিন্তু এখন থেকে আমিও বলতে চাই ‘থিংক গ্লোবাল, আর্ট লোকাল’।
বিডিইয়াংস্টারজ’র যে ভিডিওটির মাধ্যমে তরুণদেরকে অনুপ্রেরণার খোঁড়াক ছিল, সেটি জাতীয় হ্যাকাথন চ্যাম্পিয়ন ২০১৬’র একটি ইন্টারভিউ। উল্লেখ, এই জাতীয় হ্যাকাথন চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ আইসিটি মন্ত্রনালয়।
বিডিইয়াংস্টারজ’র ইউটিউব চ্যানেল এবং তাদের ফেসবুক পেজ থেকে শিক্ষা উপকরণ প্রদান করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি