
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকাল থেকে এ দুই স্থানে পুলিশসহ সাদা পোশাকে এ বাহিনী অবস্থান করছে।
তাদের সঙ্গে রায়টকার ও জলকামানের গাড়ি রয়েছে। নয়াপল্টনে সড়কের প্রতিটি অলিগলিতেও মোতায়েন রয়েছে পুলিশ। সোহরাওয়ার্দীর প্রবেশপথে আনসারবাহিনী ও ভেতরে র্যাব সদস্যরা টহল দিচ্ছে পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলযোগে। উদ্যানে ঢুকতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
উদ্যানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সমাবেশের অনুমতি না দিলেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে উদ্যানে সমাবেশের অপচেষ্টা চালাতে পারে, এ আশঙ্কা থেকে উদ্যানে প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রোববার এ উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইলেও ডিএমপি পুলিশ তা দেয়নি। এর আগেও ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি দলটি। ৮ নভেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়েও সমাবেশের অনুমতি মেলেনি। এরপরও বিএনপি আজ সমাবেশ করার ঘোষণা দেয়।
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এর আগে গণমাধ্যমকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার জন্য আবেদন জানায়। ফলে বিশৃঙ্খলার আশঙ্কায় সেখানে কাউকেই সমাবেশ করতে অনুমতি দেয়া হবে না।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের