
ওয়াশিংটন: সৌদি আরবের কাছে ১১৫ কোটি ডলারের ১৫৩ টি ট্যাংক, শত শত মেশিনগান এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি(ডিএসসিএ) জানায়, সৌদি আরব ১৩৩টি আমেরিকান এম১এ১/এ২ আব্রামস ট্যাংক ক্রয়ের অনুরোধ করেছে। এছাড়া তাদের ট্যাংক বহরের ক্ষতিগ্রস্ত ২০টি ট্যাংক প্রতিস্থাপন করতে চাইছে। এই অস্ত্র চুক্তিতে মেশিনগান, স্মোক গ্রেনেড লঞ্চার, বিভিন্ন রকমের সামরিক যান এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিএসসিএ আরো জানায়, পররাষ্ট্র দফতর সম্ভাব্য অস্ত্র বিক্রির এই চুক্তির অনুমোদন দিয়েছে। গত সোমবার কংগ্রেসের কাছে বিষয়টি উত্থাপন করা হয়।
ডিএসসিএ’র বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব কৌশলগত আঞ্চলিক অংশীদার রয়েছে প্রস্তাবিত এই চুক্তির ফলে তাদের নিরাপত্তার উন্নতি ঘটবে। ফলে এটি যুক্তরাষ্ট্রের বিদেশনীতি এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখতে পারবে।
এসব অস্ত্রের মাধ্যমে সৌদি স্থল বাহিনীর সামর্থ্য বাড়বে এবং সীমান্ত রক্ষা জোরদার হবে বলে উল্লেখ করেছে পেন্টাগন। অবশ্য পেন্টাগন ইয়েমেনের সংঘর্ষের ব্যাপারে কিছুই উল্লেখ করেনি। গত বছরের মার্চ থেকে দেশটির হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা পরিচালনা করে আসছে।
সৌদি আরবের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির ঘোষণার দিন কাকতালীয়ভাবে সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ১৪ জন নিহত হন। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পরে গত তিন মাসের মধ্যে এই প্রথম দেশটিতে বিমান হামলা করলো সৌদি জোট।
সিরিয়া এবং ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গী সৌদি আরব। গত বছরের নভেম্বর মাসে সৌদি বিমান বাহিনীর জন্য ১২৯ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করে যুক্তরাষ্ট্র। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই