
আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সট বিডি ডট কম
প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। চলতি বছরের শেষের দিকে একজন পুরুষ ও একজন নারী নভোচারীকে মহাকাশ মিশনে পাঠাবে দেশটি। খবর জানিয়েছিল আরব নিউজ। নিজেদের ইতিহাসে প্রথম মহিলা নভোচারী এবং একজন পুরুষ নভোচারী পাঠাবে সৌদি আরব। তারা হলেন রায়ানাহ বারনাভি এবং আলী আলকারনি।

সৌদির প্রথম নারী নভোচারী হিসেবে নাম ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে বারনাভি।
এবার তাদের প্রস্তুতির ছবি প্রকাশ করেছে ‘এক্স-২’। এই মহাকাশ মিশনটির জন্য বিশ্বের অন্যান্য দেশের নভোচারীদের সাথে খুব শীঘ্রই যোগ দেবেন সৌদির এই দুই নভোচারী। এই মহাকাশ যাত্রাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে।
বার্নাভি আলফাইসাল ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল সায়েন্সে স্নাতকোত্তর এবং ওটাগো ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল সায়েন্সে স্নাতক করেছেন।
সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেস প্রোগ্রামটি সফল করতে কাজ করছে সৌদি স্পেস কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং অ্যাক্সিওম স্পেস-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।
ছবি: এক্সিম স্পেস / axiomspace.com