
ডেস্ক: একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করেছে।
কবহ্যাম ওভাল ওয়াঙ্গারেইয়ে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টার বেশি সময় পর শুরু হয় খেলা। টাইগারদের ইনিংসের ১১তম ওভার শেষে আবার বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে।
টস জিতে ব্যাট নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। পাল্টা আক্রমণে নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নেন ইমরুল। শুরুতে একটু নড়বড়ে হলেও সময় গড়ানোর সঙ্গে নিজেকে ফিরে পান সৌম্য। দুই বাঁহাতি ব্যাটসম্যান গড়েন ৫৫ রানের চমৎকার জুটি।
ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ৭টি চারে ২৯ বলে ৩৬ রান করা ইমরুল। রানে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য ফিরেন ৪৭ বলে ৪০ রান করে। শর্ট বলে পুল করতে গিয়ে মিডঅনে ক্যাচ দেন এই তরুণ। বিপিএলের সেরা খেলোয়াড় মাহমুদউল্লার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ। ৪৬ বলে দুটি চার ও একটি ছক্কায় ৪৩ রান করা এই অলরাউন্ডার স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
থিতু হয়েও রানে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেননি সাকিব আল হাসান। স্কুপ করতে গিয়ে আউট হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দুই অঙ্ক ছুঁয়েই ফিরেছেন সাব্বির রহমান। প্রথমবারের মতো জাতীয় দলে আসা লেগ স্পিন অলরাউন্ডার তানভীর হায়দার রান আউট হওয়ার আগে করেন ১০ রান। ছন্দে থাকা মুশফিক ফিরেন ৪১ বলে ৪৫ রান করে।
শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় আড়াইশ’ পর্যন্ত গেল না সংগ্রহ। অপরাজিত ২১ রানের ইনিংসে দলকে তার কাছাকাছিই নিয়ে যান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর হায়দার।
নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোলম্যাকোনহি, কোল ম্যাকোনচি, বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩ ওভারে ২৪৫/৯ (তামিম ১, ইমরুল ৩৬, সৌম্য ৪০, মাহমুদউল্লাহ ৪৩, সাকিব ২৩, মুশফিক ৪৫, সাব্বির ১১, তানভীর ১০, মাশরাফি ২১*; মিরাজ ৩, তাসকিন ১*; হিকস ২/৩০, হ্যাম্পটন ২/৪৪, শিপলি ১/২৮, ম্যাকপিক ১/৩২, প্যাটেল ১/৪৮)
সম্পাদনা: জাবেদ চৌধুরী