Sunday, July 17th, 2016
স্কটিশ স্বাধীনতা: দ্বিতীয় গণভোট ২০১৭ সালে
July 17th, 2016 at 9:09 pm
স্কটিশ স্বাধীনতা: দ্বিতীয় গণভোট ২০১৭ সালে

এডিনবরা: স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন জানিয়েছেন, ব্রিটেন থেকে স্কটল্যান্ডের বেরিয়ে যাওয়ার বিষয়ে আগামী বছরের শুরুতে গণভোট হতে পারে। তিনি রোববার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে এই অভিমত ব্যক্ত করেন।

তবে তিনি জানান, স্কটল্যান্ডের অবস্থান সুরক্ষিত না করে যদি ব্রিটেন একতরফাভাবে ইইরোপীয় ইউনিয়ন(ইইউ) ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করে তখনই গণভোটের আয়োজন করা হবে।

সেইসঙ্গে তিনি প্রস্তাব করেন, স্কটল্যান্ড একই সঙ্গে যুক্তরাজ্য এবং ইইউর সঙ্গেও থাকতে পারে।

অবশ্য ২৩ জুন ব্রিটিশ জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়ার পর নিকোলা স্টারজিওন জানিয়েছিলেন, স্কটল্যান্ডের সংসদ এই রায়ের বিপক্ষে ভেটো দিতে পারে, যাতে ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার আইনগত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

তবে ব্রিটেনের নব নিযুক্ত ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস জানান, একইসঙ্গে ব্রিটেন এবং ইইউতে থাকা স্কটল্যান্ডের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ব্রেক্সিটের পক্ষে আমরা ম্যান্ডেট পেয়েছি। স্কটল্যান্ড কোনভাবেই এর বিপক্ষে ভেটো দিতে পারে না।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গত শুক্রবার জানিয়েছেন, স্কটিশ সরকারের যেকোন প্রস্তাব তিনি শুনবেন। সেইসঙ্গে তিনি এই বিষয়েও পরিস্কার করেন, ব্রিটেনের কোন অংশের আপত্তি থাকলে তিনি ইইউ ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন না।

২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে প্রথম গণভোটে বেশিরভাগ স্কটিশ ব্রিটেনে থাকার পক্ষে ভোট দেয়। ২০১৬ সালে শতকরা ৬২ ভাগ স্কটিশ ইইউতে থাকার পক্ষে রায় দেয়। অবশ্য ইংল্যান্ড এবং ওয়েলসের জনগণ ব্রেক্সিটের পক্ষেই তাদের অবস্থান ব্যক্ত করে। সূত্র: বিবিসি, মাল্টা টুডে

নিউজনেক্সটবিডি ডটকম/এফকে

 


সর্বশেষ

আরও খবর

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যু

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যু


করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু


আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি

আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি


ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০

ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০


বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল


পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল


অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে


ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান