
গাজীপুর: কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্রের সামনে স্কুলছাত্রী কবিতা দাশকে হত্যার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিক্রম চন্দ্র সরকার (২৫) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিক্রম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ মনিদাসের ছেলে।
গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, কবিতা দাস (১৪) কালিয়াকৈরের বোর্ডঘর এলাকার বিজয় স্মরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৩ অক্টোবর এসএসসির নির্বাচনী পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার সময় স্কুল ফটকের সামনে তাকে ছুরিকাঘাত করে বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকার।
গুরুতর আহতাবস্থায় কবিতাকে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। সেই অভিযোগপত্র মোতাবেক রোববার সাজা ঘোষণা করলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই